জার্মানীর রস্টক ইউনিভার্সিটির প্রফেসর হার্মুটকে সংবর্ধনা
জার্মানীর রস্টক ইউনিভার্সিটির এগ্রিকালচারাল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ফ্যাকাল্টির প্রফেসর ড. হার্মুটকে ২৩ অক্টোবর রবিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় লাইব্রেরী মিলনায়তনে এক সংবর্ধনা সভা ও ‘ইমপেক্ট অব স্যালাইনিটি অন সয়েল এন্ড ক্রপ প্রডাকশন’ বিষয়ে এক সেমিনারের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভা ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে জার্মানীর রস্টক ইউনিভার্সিটির এগ্রিকালচারাল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ফ্যাকাল্টির প্রফেসর ড. হার্মুট, বিশেষ অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও নোবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য জনাব মো: ফজলে এলাহি, কী নোট প্রেজেন্টার হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউ, নোয়াখালী এর সায়েন্টিফিক অফিসার জনাব আশিকুর রহমান খান এবং কনভেনর হিসেবে এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ জাকারুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপাচার্য প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত অগ্রগতির উপর একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউ, নোয়াখালী এর সায়েন্টিফিক অফিসার জনাব আমির ফয়সাল মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সভায় বক্তাগণ উপকূলীয় জেলা নোয়াখালীর পানি ও মাটিতে লবণাক্ততার ক্ষতিকর প্রভাব, ফসল উৎপাদন ব্যাহত হওয়া এবং এগুলো থেকে পরিত্রাণের উপায় নিয়ে আলোচনা করেন। তাঁরা চিত্র ও পরিসংখ্যানের মাধ্যমে নোয়াখালী সহ উপকূলীয় জেলাসমূহের লবণাক্ততার চিত্র তুলে ধরেন। সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয় হিসেবে উল্লেখ করেন এবং উচ্চ শিক্ষাসহ গবেষণার বিভিন্ন বিষয় বিশেষ করে স্যালাইনিটি বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।