২০১৩ সালের মধ্যে দেশের দারিদ্র্যের হার মোট জনসংখ্যার ২৫ ভাগে নামিয়ে আনার মাধ্যমে বর্তমান সরকারকে তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আহব্বান জানিয়েছে তরুণরা। আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস উপলক্ষে গতকাল সোমবার শতাধিক তরুণ বর্ণাঢ্য সাজে নোয়াখালী প্রেস ক্লাব চত্ত্বরে এক বর্ণাঢ্য মানববন্ধনের আয়োজন করে। সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্র, পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং রাজনৈতিক কর্মীরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তরা বলেন, দেশে সম্পদ বন্টনে বৈষম্যের কারণে দারিদ্র্যসীমার নিচে মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া বিভিন্ন সেবা ক্ষেত্রে অসম সুযোগ দারিদ্র্যের হ্রাসের সরকারি- বেসরকারি উদ্যোগকে বাধাগ্রস্থ করছে। সরকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে দারিদ্র্য দূর করতে হবে। গরিব মানুষ প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন, মূল্যস্ফীতি এবং খাদ্য মূল্যের উর্ধ্বগতির সাথে যুদ্ধ করছে, যা তাদের জীবনজীবিকাকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে। এজন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দরিদ্র জনগণের অধিকার ও প্রয়োজনীয়তাকে অন্তর্ভুক্ত করা; কৃষি- শিক্ষা- স্বাস্থ্য ও শিল্পখাতে কার্যকর ও উন্নয়নবান্ধব নীতি প্রণয়ন এবং কৃষি ভর্তুকি বাড়িয়ে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করার দাবি জানায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন তরুণ সংগঠক আবদুল্যাহ আল আরিফ, ফজলুল হক সুমন, দিদারুল আলম, সাংবাদিক বিজন সেন, উন্নয়নকর্মী অমল কৃষ্ণ অধিকারী ও প্রানের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ প্রমুখ ।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য নিরসন এবং খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করার দাবি দারিদ্র্য নিরসন দিবসে তরুণদের মানববন্ধন
ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য নিরসন এবং খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করার দাবি দারিদ্র্য নিরসন দিবসে তরুণদের মানববন্ধন
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।