লোকসংবাদ প্রতিবেদন
বেঁচে থাকার অধিকার নিয়ে জলবায়ু সমঝোতা আলোচনায় কোন আপোষ না করার আহ্বান জানিয়েছে তরুণরা। বাংলাদেশ জলবায়ু ন্যায্যতা দিবস উপলক্ষে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে গতকাল (রবিবার) সকালে বাংলাদেশে অবস্থানরত জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের কাছে এ দাবি তুলে ধরে।
গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নে প্রচারাভিযান (সিএসআরএল) ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশান নেটওয়ার্ক- প্রানের আয়োজনে তরুণরা ব্যাপক তাপমাত্রায় কার্বণ নির্গমন কমানোর আইনি বাধ্যবাধকতাপূর্ণ প্রোটোকল গ্রহণ করা,জাতিসংঘের তত্ত্বাবধানে জলবায়ু তহবিলের ন্যায্য ও রাষ্ট্রীয় অংশীদারিত্ব নিশ্চিত করা, জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় বিশ্ব ব্যাংকের অর্ন্তভূক্তি বাতিল করা, জলবায়ু বাস্তুচ্যুতদের সার্বজনীন মুক্ত মানুষ হিসেবে উন্নত দেশগুলোতে প্রবেশাধিকার দেয়া এবং কার্বণ বাণিজ্যের পরিকল্পনা বাতিল করার দাবি জানায়।
মানববন্ধন শেষে আলোচকরা বলেন, বাংলাদেশে ১৩-১৪ নভেম্বর ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভা অনুষ্ঠিত হচ্ছে। আমরা এ ফোরামের সকল সদস্য রাষ্ট্রের সরকারের প্রতি জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক আলোচনার ক্ষেত্রে আমাদের আহ্বান ও দাবির সপক্ষে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। এ সময় প্রানের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ, রোভাট মুট আবদুল্লাহ আল আরিফ, রেডসিত্রেন্ট ইয়ুথ লিডার ফারুক আহম্মেদ মিঠু, উন্নয়নকর্মী ফজলুল হক সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
নোয়াখালীতে জলবায়ু ন্যায্যতা দিবস পালিত।। বেঁচে থাকার অধিকারে কোন আপোস না করার আহ্বান
নোয়াখালীতে জলবায়ু ন্যায্যতা দিবস পালিত।। বেঁচে থাকার অধিকারে কোন আপোস না করার আহ্বান
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।