কিশোরী, তরুণী, বালিকা মিলাও হাত, গড়ে তোল সমৃদ্ব ভবিষ্যৎ এমন প্রতিপাদ্য বিষয়কে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে ৮ মার্চ বিশ্ব নারী দিবস র্যালি আলোচনা সভা, ও নারীদের সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে দিবটি যথাযথ ভাবে পালন করা হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে আজ বুধবার সকালে লক্ষ্মীপুর পৌরসভার প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক একে এম মিজানুর রহমান,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, জেলা তথ্য অফিসার আবদুল্লা আল মামুন, নারী নেত্রী মমতাজ বেগম, অধ্যাপক মাইন উদ্দিন পাঠান,মনোয়ারা বেগম, আয়েশা বেগম, আয়েশা ইসলাম,জাহানারা বেগম, এসময় স্থানীয় ভাষায় নারী আত্মহননের বর্ণনা পাঠ করেন কিশোরী শামছুন নাহার সুমি তিনি জানান, নারীদের জীবন ধানের ক্ষেত্রে বাধা, ও সমস্য সমূহ।এবং পুরুষ কর্তৃক নির্যাতনের চিত্র।
অপর দিকে লক্ষ্মীপুর এলজিইডির উদ্যেগে নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শহরের পৌর সভার সামনে থেকে শুরু হয়ে এলজিইডির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে এলজিইডির সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোতালেব বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ডানিডার জেলা প্রকৌশল উপদেষ্টা মোঃ আবদুল হাই, প্রশিক্ষণ উপদেষ্টা আনিসুর রহমান, জেলা এলসিএস কর্মকর্তা দিলশাস বেগম, এলজিইডির উর্ধবতন সহকারী প্রকৌশলী এমদাদুল হক,সোসিও ইকোনোমিষ্ট সৈয়দ সালেহ ইসলাম, প্রমুখ।
পরে বিশেষ অবদান ২ জন নারী কে সন্মানা প্রদান করা হয়। তারা হলেন,মান্দারী ইউনিয়নের ওয়ার্ড মেম্বার মরিয়ম বেগম, ডানিডার এলসিএস কর্মকর্তা খোদেজা বেগম
- রবিউল ইসলাম খান