সর্বশেষ

রামগতির জনসভায় ফরিদুন্নাহার লাইলী এমপি বিএনপি- জামায়াত জোট যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়ষন্ত্রে লিপ্ত

লক্ষ্মীপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এমপি বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য বিএনপি- জামায়াত জোট দেশ- বিদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশবাসীকে সাথে নিয়ে বিরোধী দলের সব চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করে মহাজোট সরকার এই বিচার কাজ সম্পন্ন করবে।
তিনি বলেন, রামগতির নদীভাঙন রোধে সরকার ৬ শত কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০১৪ সালের মধ্যে দেশকে সম্পূর্ণরূপে নিরক্ষরমুক্ত করা হবে।
সরকারের এসব  উন্নয়ন কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে বিরোধী দল নানা অপপ্রচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা একের পর এক ইস্যুবিহীন কর্মসূচি দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে।
ফরিদুন্নাহার লাইলী এমপি বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আহমদিয়া কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চরগাজি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহফুজুল হক শেরআলীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি এম আলাউদ্দিন, সহ সভাপতি আনম ফজলুল করিম, সাধারণ সম্পাদক মিজানুর রহিম, রামগতি উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ গোলাম মাওলা চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক আবদুল্লাহ আল মামুন, অধ্যাপিকা জামশেদা জাং চৌধুরী, কমলনগর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক নুরুল আমিন মাষ্টার, যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান, এডভোকেট মাহবুবুর রহমান, শ্রমিক নেতা আনোয়ার হোসেন, লিটন চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বদরুল হাসান কচি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদুনানাহার লাইলী আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালী পেয়েছে ১ রাখ ৪৪ হাজার বর্গকিলোমিটারের সার্বভৌম বাংলাদেশ। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে জাতী পেল সমুদ্র সীমানার ১ লাখ ১১ হাজার বর্গকিলোমিটারের এক নতুন বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সরকার শিক্ষা ও কৃষি ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এ সাফল্য ধরে রাখতে হবে। সরকারের এসব সাফল্য দেখে বিরোধীদলের মাথা খারাপ হয়ে গেছে। বিরোধীদল দেশের মানুষের কল্যাণ চায়না। বর্তমান সরকারের উন্নয়নে সন্তুষ্ট হয়ে রামগতিতে বিএনপি ছেড়ে তাদের দলের নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগ দিচ্ছে।
এরআগে সাংসদ লাইলী আহমদিয়া কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে আলোচনা সভায় বক্তব্য রাখেন। এসময় তিনি শিক্ষক শিক্ষার্থীরে দাবির প্রেক্ষিতে কলেজের সাব সেন্টারের ঘোষনা দেন।
এরআগে সকালে তিনি আজাদ নগর মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের বর্ণনা এবং উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। সফরকালে তিনি দলয়ী নেতাকর্মী ও প্রশাসনের স্থানীয় কর্মকর্তাদের সাথে নিয়ে মেঘনা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।
ছবি ক্যাপশন: লক্ষীপুরের রামগতি উপজেলার আহমদিয়া কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এমপি।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.