কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া নয়, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের চাহিদা নির্ধারণের মাধ্যমে জনঅংশগ্রহণমূলক জাতীয় বাজেট প্রণয়নের দাবির মধ্যদিয়ে নোয়াখালীতে জেলা বাজেট, জাতীয় বাজটের বিকেন্দ্রীকরণ এবং জনঅংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক বাজেট আন্দোলনের উদ্যোগে এবং পার্টিসিপেটরি রিসার্স অ্যাকশন নেটওয়ার্ক-প্রান’র আয়োজনে গতকাল বৃহস্পতিবার নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা জনবান্ধন গণতান্ত্রিক বাজেট প্রণয়নের জন্য বাজেট প্রণয়ন প্রকৃয়া বিকেন্দ্রীকরণ এবং গ্রাম পর্যায় থেকে জনগণের মতামতের ভিত্তিতে চাহিদা নিরূপনের দাবি জানান। একই সাথে সরকারি আমলা নয়, স্থানীয় সরকারগুলোর মাধ্যমে জনগণের চাহিদা নির্ধারণ এবং বাজেট বাস্তবায়নের আহবান জাননো হয়। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ামন্যান নিলুফার মমিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক আবু তাহের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাঙ্খা চন্দ্র দাস, ইউনিয়ন পরিষদ ফোরামের সাবেক সভাপতি আবদুল রহিম, সাংবাদিক বিজন সেন, লিয়াকত আলী খান, অ্যাকশানএইডের সোহেল রানা, গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সংগঠক মনোয়ার মোস্তফা ও খালেদ হোসেন এবং প্রানের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ।
কর্মশালায় জনপ্রতিনিধি উন্নয়ন কর্মী, কৃষক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠকসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
নোয়াখালীতে গণতান্ত্রিক বাজেট আন্দোলনের কর্মশালা ।। চাহিদার ভিত্তিতে বাজেট প্রণয়নে জনঅংশগ্রহণ নিশ্চিত করার দাবি
নোয়াখালীতে গণতান্ত্রিক বাজেট আন্দোলনের কর্মশালা ।। চাহিদার ভিত্তিতে বাজেট প্রণয়নে জনঅংশগ্রহণ নিশ্চিত করার দাবি
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।