অভিনন্দন বারাক ওবামা! জলবায়ু সুবিচার নিশ্চিত কর- এটা তোমার প্রথম কাজ; অভিনন্দন বারাক ওবামা! স্যান্ডি থেকে শিক্ষা নাও’ ইত্যাদি ব্যানার ফেস্টুন নিয়ে সত্তরের গোর্কিতে নিহতদের স্মরণে আয়োজিত এক স্মরণ-অবস্থান কর্মসূচিতে আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অধিকার সুরক্ষা ও জলবায়ু সুবিচারের দাবি তোলা হয়। এ সময় বক্তারা ব্যাপক মাত্রায় কার্বন নির্গমন কমানো, জলবায়ু বিপর্যয় ব্যবহার করে ঋণ-বাণিজ্য বন্ধ করা, জলবায়ু বাস্তুচ্যুতদের উন্নত বিশ্বে অভিবাসনের অধিকার দেয়া ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পর্যাপ্ত তহবিল সহায়তা দেয়া-সহ ১০ দফা দাবি তুলে ধরে।
সত্তর সালের ভয়াবহ স্লাইকোন গোর্কির ৪২ বছর উপলক্ষে পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশান নেটওয়ার্ক- প্রান ও হিউম্যানিটি ওয়াচ ১২ নভেম্বর সোমবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে।
স্মরণ-অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশের জনগণ জলবায়ু পরিবর্তনের নির্মম শিকার। ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের ক্ষুদ্র-প্রান্তিক জনগোষ্ঠির জীবন-জীবিকা হুমকির মুখে। বক্তারা মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি আঘাত হানা হারিকেন স্যান্ডির উদাহরণ দিয়ে বলেন, আমাদের দেশের মানুষ প্রতিদিন স্যান্ডি দ্বারা আক্রান্ত হচ্ছে। কিন্তু উন্নত বিশ্ব এগুলোর গুরুত্ব আরোপ করছে না। তারা কার্বন নির্গমন কমানোর যেমন স্পষ্ট প্রতিশ্রুতি দিচ্ছে না, তেমনি অভিযোজনের জন্য পর্যাপ্ত অর্থ সহায়তাও দিচ্ছে না। তাই আসন্ন জলবায়ু সম্মেলনে জলবায়ু সুবিচার নিশ্চিত করতে হবে এবং এজন্য যুক্তরাষ্ট্রের পুনরায় নির্বাচিত প্রেসিডেন্ট বারাম ওবামার ভুমিকার নেওয়ার আহ্বান জানান।
দেশব্যাপী জলবায়ু ন্যায্যতা সপ্তাহের অংশ হিসেবে নোয়াখালীর স্মরণ-অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন আইনজীবী এমদাদ হোসেন কৈশোর, সংস্কৃতিকর্মী প্রণব আচার্য্য, যুব সংগঠক আসাদুল হায়দার চৌধুরী, আবদুল্যা আল আরিফ ও প্রানের নুরুল আলম মাসুদ। কর্মসূচিতে সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক কর্মী, উন্নয়নকর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রতিনিধি অংশগ্রহণ করেন।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।