সকালে নোয়াখালী পৌর মিলনায়তনে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে যুগপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন ধ্রুবতারার কেন্দ্রীয় কমিটির মহা-পরিচালক ডা. মো. আবু তাহের। সংগঠনের উপদেষ্টা অধ্যাপক রমানাথ সেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আতাউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরে উপ-পরিচালক আবদুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সাধারণ সম্পাদক অ্যাভোকেট এমদাদ হোসেন কৈশোর, কবি আখতার জাহান শেলী, সাংবাদিক আমিরুল ইসলাম হারুন ও আবু নাছের মঞ্জু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধ্র“বতারার সদর উপজেলা কমিটির সভাপতি সঞ্জয় আচার্য্য।
বক্তাগণ, মুক্তিযুদ্ধের চেতনায় অসা¤প্রদায়িক, গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধ্র“বতারার কর্মী সংগঠকদের বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন।
এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে পৌর মিলনায়তনে শিশু কিশোরদের নৃত্য, গান, কবিতা আবৃত্তি, চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতা শুরু হয়।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন। সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মোদাচ্ছেরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী আইনজীবী সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক মোল্লা হাবিবুর রাছুল মামুন, ধ্র“বতারার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অমিয় প্রাপন চক্রবর্তী, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা ফয়েজ উল্যাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধ্র“বতারার সদর উপজেলা কমিটির সাধারন সম্পাদক বেঞ্জামিন রাফি।
সমাপনী আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছবি ক্যাপশণ: সামাজিক সাংস্কৃতিক সংগঠন ধ্র“বতারর এক যুকপূর্তি উপলক্ষ্যে নোয়াখালী জেলা শহরে শোভাযাত্রা বের করা হয়।
- আবু নাছের মঞ্জু