নোয়াখালীতে শুরু হয়েছে দু’দিনব্যাপি কারুপণ্য প্রদর্শণী। আজ বেলা ১১টায় নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে প্রদর্শণীর উদ্বোধন করেন নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।
মেলার আয়োজক প্রতিষ্ঠান এনআরডিএসের প্রধান সমন্বয়কারী আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জিপি এডভোকেট কাজী মানছুরুল হক খসরু, সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক আবদুর রহমান, গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার, যায়যায়দিনের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু, প্রতিদিন আমার সংবাদের সম্পাদক জামাল হোসেন বিষাদ, প্রানের নির্বাহী প্রধান নুরুল আলম মাসুদ, ঘরণীর নির্বাহী প্রধান পপি রহমান।
বক্তারা দেশের অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী বিভিন্ন কারুপণ্যের উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, বাজার ব্যবস্থায় ক্ষুদ্র ও প্রান্তিক উৎপাদকদের স্বক্ষমতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানান।
প্রদর্শণীতে ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ১১টি হস্ত ও কারুপণ্য প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।