সর্বশেষ

নোয়াখালীতে বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নোয়াখালীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা  বিক্ষোভ মিছিল করে। বৃহস্পতিবার সকাল থেকে ৩২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা জেলা শহরের হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হতে থাকেন। বেলা ১১টায় আন্দোলনকারীরা জেলা শহরের প্রধান সড়কে মিছিল বের করেন। মিছিল শেষে পিটিআই সম্মুখস্থ নোয়াখালী মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক অধ্যক্ষ শাহ্জাহান সাজু, বাকশিস নোয়াখালীর সভাপতি অধ্যাপক মতিন উদ্দিন আহমেদ, সম্পাদক অধ্যাপক মহি উদ্দিন খান, বাকশিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ প্রদীপ নারায়ণ সাহা, বাশিস নোয়াখালীর সভাপতি তাজুল ইসলাম, সম্পাদক মাখন লাল দাস, যুগ্ম সম্পাদক মুহাম্মদ আলমগীর, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাসেম ও শিক্ষক সংগ্রাম ঐক্য পরিষদ নোয়াখালী লিয়াজোঁ কমিটির সমন্বয়কারী এ.বি.এম আবদুল আলীম, কোম্পানীগঞ্জ বাকশিস সভাপতি অধ্যক্ষ সুলতান আহমেদ চৌধুরী, সোনাইমুড়ী সভাপতি চন্দ্র উদয়, সোনাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জগন্নাথ সাহা, চাটখিল উপজেলা সভাপতি মো. মোস্তফা, বেগমগঞ্জ সভাপতি মো. সৈয়দ আবদুল্যাহ্ ফারুক, নোয়াখালী জেলা সদস্য অধ্যাপক মো. হারুনুর রশিদ, ভুলুয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু জাফর মো. হারুন প্রমুখ।

বক্তরা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ডাকে ১২ জানুয়ারী থেকে চলমান ধর্মঘটের ত্রয়োদশ দিবসে শিক্ষামন্ত্রী ঘোষিত বেসরকারি স্কুল, কলেজের শিক্ষক কর্মচারীদের বাড়ী ভাড়া ১০০ টাকার স্থলে ৫০০ টাকা এবং চিকিৎসা ভাতা ১৫০ টাকার স্থলে ৩০০ টাকা উন্নীতকরণের ঘোষণাকে প্রহসনমূলক উল্লেখ করে বলেন, মন্ত্রীর এ ঘোষণায় দেশের সকল শিক্ষক-কর্মচারীরা হতাশ ও ক্ষুব্ধ। বক্তারা শিক্ষা জাতীয়করণ, চাকুরীর বয়সসীমা বর্ধিতকরন, সরকারি কর্মচারীদের ন্যায় বর্ধিত বেতন, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ ১৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে চাওয়ার ঘোষণা দেন।
#

  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.