স্থানীয়রা জানিয়েছে, বানসা বাজারে ডাক্তার মিলন ফার্সেসি, স্যানেটারি ও গামেনস্ সামগ্রীর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রাত ৯টার দিকে বাজারের উত্তর পাশে সড়কের ওপর মোবাইল কোম্পানীর টাওয়ারের পাশে গুলিবিদ্ধ অবস্থায় মিলনকে পড়ে থাকতে দেখে সিএনজি চালিত অটোরিক্সার চালক ও একযাত্রী তাঁকে উদ্ধার করে বাজারে নিয়ে আসে। এরপর লোকজন চিকিৎসার জন্য তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ মিলনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হত্যা রহস্য উদঘাটনের জন্য পুলিশ চেস্টা চালাচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে ব্যবসায়ী ও বিএনপিনেতা মিলনকে হত্যার ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাতে স্থানীয় লোকজন বানসা বাজারে বিক্ষোভ মিছিল বের করে।
- আবু নাছের মঞ্জু