সন্ধ্যা সাড়ে ৬টায় নোয়াখালী মুক্ত মঞ্চ থেকে জামাল হোসেন বিষাদ, আবু নাছের মঞ্জু, মুসফিক তানভির, নুরুল আলম মাসুদ, রুদ্র মাসুদ, কামাল হোসেন মাসুদ, আসাদুজ্জামান কাজল, আহম্মেদ হোসেন ধনু, প্রণব আচার্য্য, সহিদুল ইসলাম মুকুল, অমৃত লাল ভৌমিক সুমন, রহমত উল্যা ভূঁঞা, কাওসার হামিদ রকি প্রমুখের নেতৃত্বে মশাল মিছিল বের হয়ে জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী পৌরসভার সামনে জমায়েত অনুষ্ঠিত হয়। এসময় শাহবাগের শপথ বাক্য পাঠ করান নুরুল আলম মাসুদ এবং শহীদ জননী জাহানারা ইমামের শেষ চিঠি বিতরণ করেন রুদ্র মাসুদ।
মশাল মিছিলে সুপ্র’র জাতীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান আবদুল আউয়াল, সেক্টর কমান্ডারস্ ফোরাম নোয়াখালী’র আহবায়ক এমরান মোহাম্মদ আলী, সেক্রেটারি মোশারফ হোসেন, সিপিবি’র জাফর উল্যা বাহার, বাসদের দলিলুর রহমান দুলাল, তারকেশ্বর দেবনাথ নান্টু, উন্নয়ন সংগঠক আলিমুজ্জামান, নারী নেত্রী এডভোকেট কল্পনা রানী দাস, রৌশন আক্তার লাকি, কবি দেলোয়ার হোসেন মিন্টু, কবি চিশতি জসিম চৌধুরীসহ মুক্তিযোদ্ধা, ছাত্র সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, উন্নয়ন সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা একাত্বতা প্রকাশ করে মিছিলে অংশ নেন।
#
- আবু নাছের মঞ্জু