মিছিলে তরুণ ও যুবকদের সাথে সংহতি প্রকাশ করে সাংবাদিক, রাজনীতিবীদ, সংস্কৃতিকর্মী, উন্নয়নকর্মী সহ সর্বস্তরের ছাত্র জনতা অংশগ্রহণ করেন। এ সময় লাল সবুজের পতাকার সাথে ঢাক-ডোলের তালে ‘শাহাবাগের তারুণ্য-আমরা আছি তোমাদের সাথে; তোমার আমার ঠিকানা-শাহবাগের মোহনা, লাল সবুজের বাংলায় জামায়াত-শিবিরের ঠাঁই নাই, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই- এই প্রশ্নে আপোষ নাই’ ইত্যাদি শ্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে।
মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মুক্ত মঞ্চে এসে শেষ হয়। এ সময় সমাবেশ থেকে সামবার সন্ধ্যায় মুক্ত মঞ্চ থেকে জেলা শহরে মশাল মিছিলের কর্মসূচি কর্মসূচির ঘোষণা করা হয়। সমাবেশে আয়োজকদের মধ্যে ব্লগার নুরুল আলম মাসুদ, সাংবাদিক আবু নাছের মঞ্জু, রুদ্র মাসুদ, জামাল হোসেন বিষাদ, কামাল হোসেন মাসুদ, কবি প্রণব আচার্য্য, আসাদুজ্জামান কাজল, শহীদুল ইসলাম মুকুল, আহাম্মদ হোসেন ধনু উপস্থিত ছিলেন।
- আবু নাছের মঞ্জু