জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার রায় ঘোষনার পর শিবির কর্মীরা বেগমগঞ্জের রাজগঞ্জ বাজারের মন্দির, ঠাকুর বাড়ির সামনের মন্দির ও বাইন্নাবাড়ির মন্দির ভাঙচুর করে। একই সময় তারা ভূঁইয়া বাড়ি ও বনিক বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় নারীসহ ছয়জন আহত হয়।
ঘটনাস্থল থেকে খবর পেয়ে বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে।
নোয়াখালী জেলা শহরে জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এসময় শিবির কর্মীরা বেশকিছু ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ শতাধিক রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে। এক পর্যায়ে শিবির কর্মীরা দত্তেরহাটে আল-আমিন বাসের ডিপোতে বারটি বাস ভাঙচুর করে এবং চারটি বাসে অগ্নিসংযোগ করে। প্রতিবেদন লেখা পর্যন্ত শিবিরের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের গোলাগুলি চলছে।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুব রশীদ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে।
- আবু নাছের মঞ্জু