সর্বশেষ

হাইকোর্টের রায় লক্ষ্মীপুর সদরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিকা

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ফরিদা ইয়াছমিন লিকাকে দায়িত্ব দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের ফলে সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের পদ হারালেন ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন বকুল। এ ব্যাপারে ফরিদা ইয়াছমিনের স্বামী শাহাজান কামাল বলেন, ‘হাইকোর্টের রায়ের ফলে লিকার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনে আইনী বাধা রইলনা।’
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, গেল বছরের ৪ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে ফরিদা ইয়াছমিন লিকাকে দায়িত্ব দেয়। পরদিন লিকা দায়িত্ব নেন। তবে ভাইস চেয়াম্যান মহি উদ্দিন বকুল হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে লিকাকে দেওয়া মন্ত্রণালয়ের আদেশ দু’মাসের জন্য স্থগিত হয়ে যায়। পরে সে আদেশ আরও ছয়মাস বাড়িয়ে দেন হাইকোর্ট।

এদিকে, এ আদেশের বিরুদ্ধে লিকা উচ্চ আদালতে গেলে দীর্ঘদিন কাগজপত্র পর্যালোচনা করে গত ১৫ নভেম্বর ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন বকুলের মামলা খারিজ করে দেন আদালত। এর ফলে স্থানীয় সরকারের দেওয়া আদেশ বহাল থাকে। এরপর মহি উদ্দিন বকুল ২১ নভেম্বর খারিজ হওয়া মামলাটি আদালতের নজরে এনে তার ব্যাক্তিগত সমস্যার কথা জানান। দীর্ঘ শুনানী শেষে আদালত বৃহস্পতিবার ফরিদা ইয়াছমিন লিকাকে দেওয়া স্থানীয় সরকারের দেওয়া আদেশ বহাল রাখেন এবং ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন বকুলের আবেদন খারিজ করে দেন।

উল্লেখ্য, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোসলেহ উদ্দিন নিজাম নির্বাচিত হওয়ার পর মাত্র ২০ দিনের মাথায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ২০০৯ সালের ১ এপ্রিল ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। এরপর ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন বকুলকে দায়িত্ব দেওয়া হয়। হাইকোর্টে লিকার পক্ষে মামলা পরিচালা করেন, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ও কেএম সাইফ উদ্দিন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
  • মোঃ রাজীব হোসেন রাজু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.