নোয়াখালীর বিভিন্ন এলাকায় পোলিও টিকা খাওয়ানোর পর শিশুদের অসুস্থ্য হয়ে পড়ার খবর পাওয়া গেছে। সকাল থেকে বিভিন্ন এলাকায় কয়েকজন শিশু মারা যাওয়ার গুজবে পুরো জেলাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। অবিভাবকরা শিশুদের নিকটস্থ বিভিন্ন সরকারি বেসকারি হাসপাতালে এনে ভর্তি করতে দেখা যায়। নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ভর্তি করা হয়েছে ১২ জন শিশুকে। বিশ্রাম নিলেই তাদেরকে বাড়ি নিয়ে যাওয়া যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ পর্যন্ত শিশু কোন মারা যাওয়ার খবরের সত্যতা পাওয়া যায়নি।
এদিকে পোলিও টিকা খাওয়ার পর শিশুদের মারা যাওয়া ও অসুস্থতার খবরে জেলার বিভিন্ন টিকাকেন্দ্রে দায়িত্বরত কর্মীদের ধাওয়া এবং ঘেরাও করে রাখার খবর পাওয়া গেছে।
সিভিল সার্জন ডা. মো. আবদুর রশীদ মোল্লা জানিয়েছেন, কৃমি নাশক খাওয়ানোর পর শিশুদের একটু বোমি ভাব হতে পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই। জেলার বিভিন্ন স্থানে এনিয়ে নানা ধরণের গুজব ছড়ানো হলেও কয়েকজন শিশুর সামান্য অসুস্থতা ছাড়া এ পর্যন্ত খারাপ কোন খবর তারা পাননি।