সর্বশেষ

নোয়াখালী-ফেনী-লক্ষীপুর মহাসড়ক, নোয়াখালী-লাকসাম সড়ক সহ বিভিন্ন সড়ক ও রেলপথ অবরোধ \ গাড়ি থেকে নামিয়ে সংবাদপত্রে আগুন \ শহরে বিজিবি মোতায়েন \ আটক ১০

হরতালে নোয়াখালী-ফেনী-লক্ষীপুর মহাসড়ক, নোয়াখালী-লাকসাম বাইপাস সড়ক, জেলা শহরের সোনাপুর-মাইজদী-চৌমুহনী সড়ক সহ বিভিন্ন সড়ক অবরোধ করা হয়। এসব সড়কে সকাল থেকে পিকেটাররা গাছের গুড়ি ও টায়ারে আগুন দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।  নোয়াখালী-লাকসাম রেল লাইনের মাইজদী কোর্ট ষ্টেশনের সামনে গাছের গুড়ি ও আগুন দেয় পিকেটাররা। মাইজদী কোর্ট ষ্টেশনের সন্নিকটে লাকসামগামী সমতট এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে।
সেনবাগের ছমির মুন্সির হাটে পিকেটাররা সংবাদপত্রবাহী গাড়ি থেকে নামিয়ে সংবাপত্রে আগুণ দেয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে মাইজদীতে হরতালের সমর্থনে মিছিল বের করা হয়। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকে ছাত্রদলের কর্মীরা খন্ড খন্ড মিছিল বের করে।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুর রশীদ জানান, নাশকতার আশংকায় বিভিন্ন স্থান থেকে পুলিশ বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ জন নেতাকর্মীকে আটক করে। জেলার বিভিন্ন স্থানে বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.