হরতালে নোয়াখালী-ফেনী-লক্ষীপুর মহাসড়ক, নোয়াখালী-লাকসাম বাইপাস সড়ক, জেলা শহরের সোনাপুর-মাইজদী-চৌমুহনী সড়ক সহ বিভিন্ন সড়ক অবরোধ করা হয়। এসব সড়কে সকাল থেকে পিকেটাররা গাছের গুড়ি ও টায়ারে আগুন দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। নোয়াখালী-লাকসাম রেল লাইনের মাইজদী কোর্ট ষ্টেশনের সামনে গাছের গুড়ি ও আগুন দেয় পিকেটাররা। মাইজদী কোর্ট ষ্টেশনের সন্নিকটে লাকসামগামী সমতট এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে।
সেনবাগের ছমির মুন্সির হাটে পিকেটাররা সংবাদপত্রবাহী গাড়ি থেকে নামিয়ে সংবাপত্রে আগুণ দেয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে মাইজদীতে হরতালের সমর্থনে মিছিল বের করা হয়। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকে ছাত্রদলের কর্মীরা খন্ড খন্ড মিছিল বের করে।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুর রশীদ জানান, নাশকতার আশংকায় বিভিন্ন স্থান থেকে পুলিশ বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ জন নেতাকর্মীকে আটক করে। জেলার বিভিন্ন স্থানে বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
রাজনৈতিক সংবাদ
political-news
নোয়াখালী-ফেনী-লক্ষীপুর মহাসড়ক, নোয়াখালী-লাকসাম সড়ক সহ বিভিন্ন সড়ক ও রেলপথ অবরোধ \ গাড়ি থেকে নামিয়ে সংবাদপত্রে আগুন \ শহরে বিজিবি মোতায়েন \ আটক ১০
নোয়াখালী-ফেনী-লক্ষীপুর মহাসড়ক, নোয়াখালী-লাকসাম সড়ক সহ বিভিন্ন সড়ক ও রেলপথ অবরোধ \ গাড়ি থেকে নামিয়ে সংবাদপত্রে আগুন \ শহরে বিজিবি মোতায়েন \ আটক ১০
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।