সকাল ৭টায় নোয়াখালী জিলা স্কুলের সামনে প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা। কিছুকক্ষের মধ্যে পুলিশ ঘটনাস্থলে গেলে পিকেটাররা সরে যায়। এরপর পুলিশ টায়ারের আগুন নিভিয়ে ফেলে। একই সময় জেলা সদরের ইসরামীয়া সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ সৃস্টি করে পিকেটাররা। পরে পুলিশ গিয়ে গাছের গুড়ি সরিয়ে নেয়।
সকাল সাড়ে ৭টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশীদ আজাদের নেতৃত্বে হরতালের সমর্থনে জেলা শহর মাইজদীতে মিছিল বের করা হয়। মিলিছ শেষে পৌর বাজারের সামনে সমাবেশে ১৮ দলীয় জোট নেতারা বক্তব্য রাখেন। এছাড়া সকাল থেকে বিভিন্ন সড়কে খন্ড খন্ড মিছিল বের করে পিকেটাররা।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুর রশীদ জানান, নাশকতা এড়াতে গুরুত্বপূর্ন সড়কে পুলিশের পাশাপাশি বিজিবি টহল জোরদার করা হয়েছে।
নাশকতামূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ততার অভিযোগে রোববার গভীর রাত থেকে আজ সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৫ জনকে আটক করেছে পুলিশ।
- আবু নাছের মঞ্জু