সর্বশেষ

নোয়াখালীর হাতিয়ায় জিপ খাদে পড়ে কলেজের ২ ছাত্রী সহ গুরুতর আহত ১৬

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সোমবার সকালে যাত্রীবাহী জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে নোয়খালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী ১২ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে হাতিয়া আদর্শ মহিলা কলেজের দুই ছাত্রী রয়েছে। এরমধ্যে একজন একাদশ শ্রেণীর নিষ্কৃতি দাস এবং অপরজন দ্বাদশ শ্রেণীর সালমা আক্তার। এ ঘটনার প্রতিবাদে কলেজের ছাত্রীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে হাতিয়ার নলচিরা ঘাট থেকে যাত্রীবাহী একটি জিপ উপজেলা সদর ওসখালীর দিকে রওনা হয়। পথিমধ্যে খাসের হাটের দক্ষিনে এসে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এরপর গাছটি উপড়ে যায় এবং জিপটি সড়কের নিচে পড়ে ধুমড়ে মুছড়ে যায়। এ সময় নারী-পুরুষ মিলিয়ে ১৬ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ৪ জনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত জিপটি উদ্ধার করে।


  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.