মো.রাজীব হোসেন রাজু :
লক্ষ্মীপুরের কমলনগরের গতকাল রবিবার সন্ধ্যায় মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ো হাওয়ার কবলে পড়ে ৩৫টি মাছধরার নৌকা ডুবে গেছে এর মধ্যে ১৪টি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২৫ জন জেলে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৫টি নৌকা।
গতকাল রবিবার সন্ধ্যা ৮টায় জেলার কমলনগর উপজেলার কাছিয়ার মাছঘাটের অদূরে মাতব্বর হাট ও সাহেবের হাট মেঘনা মোহনায় মাছ শিকারের সময় এ ঘটনা ঘটে। এ সময় আহতরা হলেন- উপজেলার চরজগবন্ধু এলাকার আবদুল বারেক মাঝি (৪০), জাকির হোসেন (৩২), আলা উদ্দিন (৩৫), আলতাফ মাঝি (৩৬), রফিক মাঝি (৪২) মোস্তফা মাঝিসহ অন্তত ২৫ জন জেলে আহত হয়েছেন। অন্যদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের সময় প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ওই মাছঘাটের অদূরে মেঘনা আবদুর রহমান, মিজান মাঝি ও নবী মাঝিরসহ ৩০টি নৌকা ডুবে যায়। পরে স্থানীয়রা নৌকাসহ আহতদের উদ্ধার করেন। তবে এ ঘটনায় কোনো জেলের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয় সাহেবেরহাট ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের জানান, সন্ধ্যা ৮টায় মেঘনায় মাছ ধরার সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ো হাওয়ার কবলে পড়ে মাছধরার নৌকাগুলো জেলেসহ নদীতে ডুবে যায়। তখন ইঞ্জিনচালিত কয়েকটি ট্রলারের জেলেরা নৌকাসহ ডুবে যাওয়া জেলেদের উদ্ধার করেন।
আহত বারিক মাঝি জানান, ঝড়ো হাওয়ার কবলে পড়ে পাঁচজন জেলেসহ তার নৌকাটি নদীতে ডুবে গেলে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত ব্যানার্জী জানান, খবর শুনে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে বলা হয়েছে। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকতা এসএম নাজিম উদ্দিন জানান, স্থানীয় সাহেবেরহাট ইউপি চেয়ারম্যান বিষয়টি আমাকে অবগত করেছেন। তবে এ ঘটনায় কোনো জেলে নিখোঁজের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, মার্চ-এপ্রিল এ দু মাস মেঘনার অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ থাকলেও স্থানীয় দাদন ব্যাবসায়ীদের চাপে জেলেরা আইন আমান্য করে নদী মাছ শিকার করে আসছে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
লক্ষ্মীপুরের সংবাদ
lakshmipur-news
কালবৈশাখী ঝড়ে মেঘনায় ৩০ মাছধরা নৌকা ডুবি : উদ্ধার ১৪: আহত ২৫
কালবৈশাখী ঝড়ে মেঘনায় ৩০ মাছধরা নৌকা ডুবি : উদ্ধার ১৪: আহত ২৫
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।