সর্বশেষ

কালবৈশাখী ঝড়ে মেঘনায় ৩০ মাছধরা নৌকা ডুবি : উদ্ধার ১৪: আহত ২৫

মো.রাজীব হোসেন রাজু : 
লক্ষ্মীপুরের কমলনগরের গতকাল রবিবার সন্ধ্যায় মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ো হাওয়ার কবলে পড়ে ৩৫টি মাছধরার নৌকা ডুবে গেছে এর মধ্যে ১৪টি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২৫ জন জেলে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৫টি নৌকা।
গতকাল রবিবার সন্ধ্যা ৮টায় জেলার কমলনগর উপজেলার কাছিয়ার মাছঘাটের অদূরে মাতব্বর হাট ও সাহেবের হাট মেঘনা মোহনায় মাছ শিকারের সময় এ ঘটনা ঘটে। এ সময় আহতরা হলেন- উপজেলার চরজগবন্ধু এলাকার আবদুল বারেক মাঝি (৪০), জাকির হোসেন (৩২), আলা উদ্দিন (৩৫), আলতাফ মাঝি (৩৬), রফিক মাঝি (৪২) মোস্তফা মাঝিসহ অন্তত ২৫ জন জেলে আহত হয়েছেন। অন্যদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের সময় প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ওই মাছঘাটের অদূরে মেঘনা আবদুর রহমান, মিজান মাঝি ও নবী মাঝিরসহ ৩০টি নৌকা ডুবে যায়। পরে স্থানীয়রা নৌকাসহ আহতদের উদ্ধার করেন। তবে এ ঘটনায় কোনো জেলের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয় সাহেবেরহাট ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের জানান, সন্ধ্যা ৮টায় মেঘনায় মাছ ধরার সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ো হাওয়ার কবলে পড়ে মাছধরার নৌকাগুলো জেলেসহ নদীতে ডুবে যায়। তখন ইঞ্জিনচালিত কয়েকটি ট্রলারের জেলেরা নৌকাসহ ডুবে যাওয়া জেলেদের উদ্ধার করেন।
আহত বারিক মাঝি জানান, ঝড়ো হাওয়ার কবলে পড়ে পাঁচজন জেলেসহ তার নৌকাটি নদীতে ডুবে গেলে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত ব্যানার্জী জানান, খবর শুনে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে বলা হয়েছে। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকতা এসএম নাজিম উদ্দিন জানান, স্থানীয় সাহেবেরহাট ইউপি চেয়ারম্যান বিষয়টি আমাকে অবগত করেছেন। তবে এ ঘটনায় কোনো জেলে নিখোঁজের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, মার্চ-এপ্রিল এ দু মাস মেঘনার অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ থাকলেও স্থানীয় দাদন ব্যাবসায়ীদের চাপে জেলেরা আইন আমান্য করে নদী মাছ শিকার করে আসছে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.