সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির এক তলবী সভা অনুষ্ঠিত হয়। সভায় এ জাতীয় ঘটনার জন্য নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয় এবং ঘটনার তদন্তে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট আবদুল কাদের, সুধীর চন্দ্র সাহা, রুহুল আমিন খাঁন, এ.বি.এম জাকারিয়া, এ.টি.এম মহিব উল্লাহ, কাজী মানছুরুল হক খসরু, বাবুল কান্তি মজুমদার, নির্মল চন্দ্র দেবনাথ, সিরাজ মিয়া ও আহমেদ জামিল মিতুন।
আগামী ৭ই মার্চ দুপুরে তদন্ত কমিটি সরজমিনে ঘটনায় ক্ষতিগ্রস্থদের বাড়িঘর পরিদর্শনে যাবে।
উল্লেখ: গত বৃহস্পতিবার মানবতা বিরোধী ট্রাইবুনালে জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর রায় ঘোষনার পর দুর্বৃত্তরা হিন্দুদের বাড়িঘর-মন্দিরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
- আবু নাছের মঞ্জু