লক্ষ্মীপুর প্রতিনিধি:
বিএনপির ডাকা মঙ্গলবারের হরতালে সকাল থেকেই জেলার রায়পুর-চৌমুহনী সড়ক অবরোধ করে রাখে হরতাল সমর্থনকারীরা।
হরতালে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রায়পুর-চৌমুহনী ৭টি স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখেন। এতে করে সকাল থেকেই সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। হরতালের সমর্থকরা জেলার রাখালিয়া, বেড়ির মাথা, মাইলের মাথা, রায়পুর, দক্ষিণ তেমুহনী, পৌর বাস টার্মিনাল বিভিন্ন স্থানে রাস্তায় অবস্থান করে পিকেটিং শুরু করেছে। দুপুর ১.৩০মিনিটের দিকে ১৫-১৬জন হরতাল সমর্থনকারী লক্ষ্মীপুর চকবাজারের পুরাতন আদালত রোড়ে দু-তিনটি দোকান ভাঙ্গচুর করে। পরে পৌর মেয়র এসে দোকানগুলো দেখে যান এবং ক্ষতিপূরণ দিবেন বলে আশা দেন। হরতালে অফিস-আদালতে উপস্থিতি ছিল নগন্য। ব্যাংক-বীমা খোলা থাকলেও তেমন লেনদেন হয়নি।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
লক্ষ্মীপুরের সংবাদ
lakshmipur-news
লক্ষ্মীপুর সড়ক অবরোধ ও দোকান ভাঙ্গচুর এর মধ্যদিয়ে বি এন পি’র হরতাল শেষ।
লক্ষ্মীপুর সড়ক অবরোধ ও দোকান ভাঙ্গচুর এর মধ্যদিয়ে বি এন পি’র হরতাল শেষ।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।