সর্বশেষ

লক্ষ্মীপুর সড়ক অবরোধ ও দোকান ভাঙ্গচুর এর মধ্যদিয়ে বি এন পি’র হরতাল শেষ।

লক্ষ্মীপুর প্রতিনিধি: 
বিএনপির ডাকা মঙ্গলবারের হরতালে সকাল থেকেই জেলার রায়পুর-চৌমুহনী সড়ক অবরোধ করে রাখে হরতাল সমর্থনকারীরা।
হরতালে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রায়পুর-চৌমুহনী ৭টি স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখেন। এতে করে সকাল থেকেই সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। হরতালের সমর্থকরা জেলার রাখালিয়া, বেড়ির মাথা, মাইলের মাথা, রায়পুর, দক্ষিণ তেমুহনী, পৌর বাস টার্মিনাল বিভিন্ন স্থানে রাস্তায় অবস্থান করে পিকেটিং শুরু করেছে। দুপুর ১.৩০মিনিটের দিকে ১৫-১৬জন হরতাল সমর্থনকারী লক্ষ্মীপুর চকবাজারের পুরাতন আদালত রোড়ে দু-তিনটি দোকান ভাঙ্গচুর করে। পরে পৌর মেয়র এসে দোকানগুলো দেখে যান এবং ক্ষতিপূরণ দিবেন বলে আশা দেন। হরতালে অফিস-আদালতে উপস্থিতি ছিল নগন্য। ব্যাংক-বীমা খোলা থাকলেও তেমন লেনদেন হয়নি।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.