সর্বশেষ

লক্ষ্মীপুরে সড়ক অবরোধের মধ্য দিয়ে বিএন পি’র হরতাল শেষ

লক্ষ্মীপুর প্রতিনিধি: 
মঙ্গলবার ১৮ দলের ডাকা হরতালে সকাল থেকেই বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখে। সকাল থেকেই বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে ঢাকা-রায়পুর মহা সড়কের বেড়ীর মাথা নামক স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখে। এ ছাড়া দালাল বাজার রাখালিয়াসহ বিভিন্ন স্থানে সড়কের উপর তারা গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখে। হরতাল চলাকালে শহরের অফিস-আদালতে উপস্থিতি ছিল নগন্য। ব্যাংক-বীমা খোলা থাকলেও তেমন লেনদেন হয়নি। শহরের ছোট ছোট যানবাহন চলতে দেখা গেছে। জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার হরতালে অতিরিক্ত আরও ৫০ পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে। এদিকে, লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, জামায়াতের হরতালে অপ্রীতিকর ও নাশকতা এড়াতে ভ্রাম্যমান আদালত নিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সবসময় মাঠে থাকবে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.