যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের সাথে কোন প্রকার আপোষ করা হবে না। অপরাধের শাস্তি তাদেরকে পেতেই হবে। এ ব্যপারে সরকারের সহনশীলতা একেবারে শূণ্যের পর্যায়ে। তিনি বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জে সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলা-ভাংচুর ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন।
রাজগঞ্জের শত বছরের সম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে স্মরণ করে মন্ত্রী বলেন, যারা এই হামলা চালিয়েছে, তারা নি:সন্দেহে শান্তির জনপদে একটা অসাম্প্রদায়িক সন্ত্রাস চালিয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের টাকা দিলে, টিন দিলে কিংবা শাড়ি-লুঙ্গি দিলেই হবে না। বাড়িঘর-মন্দির তৈরি করে দেয়ার পাশাপাশি এখানে মানুষের মন থেকে আতংক দূর করতে হবে, ভয় দূর করতে হবে, শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করতে হবে। এজন্যে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের এলাকাবাসীকে সাথে নিয়ে সংখ্যালঘুদের পাহারাদার হিসেবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
যোগাযোগ মন্ত্রী প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রাজড়ঞ্জে ক্ষতিগ্রস্ত ৬৭টি পরিবারের মাঝে নগদ টাকা, শাড়ি-লুঙ্গি ও ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করেন।
ছবি ক্যাপশন: নোয়াখালীর রাজগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের এক শিশুর হাতে বই তুলে দিচ্ছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
আবু নাছের মঞ্জু
০৭.০৩.২০১৩
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
সংখ্যালঘুদের মন থেকে ভয়-আতংক দূর করে তাদেরকে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করতে হবে - নোয়াখালীতে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের
সংখ্যালঘুদের মন থেকে ভয়-আতংক দূর করে তাদেরকে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করতে হবে - নোয়াখালীতে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।