সর্বশেষ

নোয়াখালীতে পতিত জমিতে সমন্বিত মৎস্য চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালীতে পতিত জমিতে সমন্বিত মৎস্য চাষে খামারীদের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক এক কর্মশালা শনিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ডানিডার আর্থিক সহয়তায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় কর্তৃক আঞ্চলিক মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প (আরএফএলডিসি) এ কর্মশালা আয়োজন করে।
কর্মশালায় জানানো হয়, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ৮৮০ হেক্টর পতিত জমিতে প্রায় সাড়ে ১২ হাজার দরিদ্র পরিবার মাছ চাষ করে আত্মনির্ভশীল হয়ে উঠেছে। পর্যায়ক্রমে আরও পতিত জমি সমন্বিত মৎস্য চাষের আওতায় আনা হবে। এতে করে উপকূলীয় অঞ্চলে মৎস্য ও অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধি এবং মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন সূচিত হচ্ছে।

কর্মশালার উদ্বোধন করেন আরএফএলডিসি’র প্রকল্প পরিচালক ড. মোঃ আবদুস সোবহান। এ সময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আবু আল মনসুর, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের শষ্য উৎপাদন বিশেষজ্ঞ শ্রী নিবাস দেবনাথ এবং প্রাণী সম্পদ ও মৎস্য বিভাগের উপজেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় ১৫০ জন চাষী অংশগ্রহণ করে পতিত জমিতে মাছ চাষের অভিজ্ঞতা বিনিময় করেন।


  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.