কর্মশালায় জানানো হয়, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ৮৮০ হেক্টর পতিত জমিতে প্রায় সাড়ে ১২ হাজার দরিদ্র পরিবার মাছ চাষ করে আত্মনির্ভশীল হয়ে উঠেছে। পর্যায়ক্রমে আরও পতিত জমি সমন্বিত মৎস্য চাষের আওতায় আনা হবে। এতে করে উপকূলীয় অঞ্চলে মৎস্য ও অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধি এবং মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন সূচিত হচ্ছে।
কর্মশালার উদ্বোধন করেন আরএফএলডিসি’র প্রকল্প পরিচালক ড. মোঃ আবদুস সোবহান। এ সময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আবু আল মনসুর, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের শষ্য উৎপাদন বিশেষজ্ঞ শ্রী নিবাস দেবনাথ এবং প্রাণী সম্পদ ও মৎস্য বিভাগের উপজেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় ১৫০ জন চাষী অংশগ্রহণ করে পতিত জমিতে মাছ চাষের অভিজ্ঞতা বিনিময় করেন।
- আবু নাছের মঞ্জু