লোকসংবাদ প্রতিবদেন
‘স্বাস্থ্য আমার অধিকার, স্বাস্থ্যসেবায় সকলের সম অভিগম্যতা চাই’ প্রতিপাদ্য ও ১৫টি দাবিকে সামনে রেখে নোয়াখালীতে মানববন্ধনের মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। গতকাল রোববার বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সুশাসনের জন্য প্রচারাভিযান- সুপ্র, পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশান নেটওয়ার্ক প্রান যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এছাড়া রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবক, রোভার স্কাউট, উন্নয়ন কর্মী, নারীনেত্রী, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রানের নির্বাহী প্রধান নুরুল আলম মাসুদ, দৈনিক আমার সংবাদেরৃ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সাংবাদিক রুদ্র মাসুদ, নারী নেত্রী লাকি আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন স্বাস্থ্যসেবা কোন সুযোগ নয়, অধিকার। সকল মানুষের জন্য স্বাস্থ্যসেবায় সম অভিগম্যতা নিশ্চিতকরণ রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এ সময় তারা স্বাস্থ্য অধিকার সুরক্ষায় স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভূক্ত করা, স্বাস্থ্যখাতের বেসরকারিকরণ বন্ধ করা, সরকারিভাবে সবার জন্য স্বাস্থ্যবীমা চালু করা, বাজেটে স্বাস্থ্যখাতে ১০ শতাংশ বরাদ্দ দেওয়া, সর্বজনীন মানবাধিকার ঘোষণা, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার চুক্তিসহ এবং জাতীয় স্বাস্থ্যনীতি যথাযথভাবে বাস্তবায়ন করাসহ ১৫টি দাবি উত্থাপন করেন।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।