সর্বশেষ

নোয়াখালীতে বিজ্ঞানী মাদাম কুরীর স্মরণ সভা ও সিনেমা প্রদর্শন

বিজ্ঞানী মাদাম কুরীর ৭৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার নোয়াখালী শিল্পকলা একাডেমীতে স্মরণ সভা ও সিনেমা প্রদর্শনী করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ। বিজ্ঞান আন্দোলন মঞ্চ নোয়াখালী জেলা শাখার সংগঠক কাজী জহির উদ্দিনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন নোয়াখালী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক জুলফিকার হায়দার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য মাসুদ রেজা। সভা সঞ্চালনা করেন আন্দোলন মঞ্চের সংগঠক কামণাশীষ বিশ্বাস নয়ন। আলোচনা শেষে মাদাম কুরীর জীবন ভিত্তিক একটি এনিমেশন সিনেমা প্রদর্শন করা হয়।
স্মরণ সভায় বক্তারা বলেন- বিজ্ঞানী মাদাম কুরী মানুষ ও বিজ্ঞানের সাধনায় নিজের জীবন উৎসর্গ করেছেন। পরাধীন দেশে বিদেশী ভাষায় শিক্ষা নিয়ে প্রচন্ড প্রতিকূলতা অতিক্রম করে বিদেশে গিয়ে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। এরপর মানবিকতায় সর্বোচ্চ পর্যায়ে নিজেকে তুলে সকল সম্পদ মানুষের চিকিৎসা ও বিজ্ঞান গবেষনার কাজে ব্যয় করেন।
#

  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.