সর্বশেষ

যুদ্ধাপরাধে ফাঁসিতে দন্ডিত কাদের মোল্লার পক্ষে পাকিস্তান পার্লামেন্টে রেজুলেশনের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও মিছিল সমাবেশ

লোকসংবাদ প্রতিবেদন
যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে দন্ডিত কাদের মোল্লার পক্ষে পাকিস্তান পার্লামেন্টে রেজুলেশন নেয়ার প্রতিবাদে নোয়াখালীতে বৃহস্পতিবার মানবন্ধন ও মিছিল, সমাবেশ করা হয়েছে। ক্ষুদ্ধ নোয়াখালীবাসীর ব্যানারে সকাল ১০টা থেকে জেলা শহরের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এই প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, উন্নয়ন সংগঠন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের অংশগ্রহণ করেন। মানবন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘যুদ্ধাপরাধীদের মদদদাতা পাকিস্তানের সাথে সব সম্পর্ক ছিন্ন কর; অকার্যকর রাষ্ট্র পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন কর; বাংলাদেশ থেকে পাকিস্তানের দোসরদের বিতাড়িত কর ইত্যাদি দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন প্রদর্শন করেন।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির জেলা আহ্বায়ক আ.ন.ম জাহের উদ্দিন, সেক্টরস্ কমান্ডার ফোরামের জেলা সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি মোল্লা হাবিবুর রাসুল মামুন, উন্নয়ন সংস্থা এনআরডি’র প্রধান নির্বাহী আবদুল আউয়াল, প্রানের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ, তরুণ অনলাইন একটিভিস্ট প্রণব আচার্য্য।

বক্তারা বলেন, বাংলাদেশের আভ্যন্তরীন বিষয়ে পাকিস্তানের নাক গলানো চরম ধৃষ্টতা। তাদের মনে রাখতে হবে ১৯৭১ সালে এদেশের মুক্তিকামী মানুষ নিরস্ত্র অবস্থায়ও তাদের পরাজিত করেছে। আজ বাঙালি আবার জেগেছে, এবার দেশের মাটিতে তৎকালীন যারা পাকিস্তানিদের দোসর হয়ে দেশের সম্পত্তি লুট, বাড়ি-ঘরে আগুন, সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে তাদের বিচার শুরু করেছে তখন আবার পাকিস্তানিরা নতুন মাত্রায় নাক গলাতে শুরু করেছে। বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ বাঙালি সহ্য করবে না।
সমাবেশে বক্তারা অবিলম্বে পাকিস্তানের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে করে জেলা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। #

  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.