নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে নানা আয়োজনের মধ্যদিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের সোনাপুর বার্ড নাসিং স্কুল মাঠে সুর ছন্দ সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত বসন্ত বরণ উৎসবের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপিকা সাকিলা পারভিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কানাডার আহবায়ক কবি ও নাট্যকার সহিদ রাহমান।
বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সভাপতি বিমলেন্দু মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদদ হেসেন কৈশোর, সোনাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রদীপ নারায়ন সাহা, সাংবাদিক মেজবাহ উল হক মিঠু। স্বাগত বক্তব্য প্রদান করেন টেরেন্স ডয়েছ। আলোচনা সভা শেষে আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।
নোয়াখালীতে নানা আয়োজনের মধ্যদিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের সোনাপুর বার্ড নাসিং স্কুল মাঠে সুর ছন্দ সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত বসন্ত বরণ উৎসবের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপিকা সাকিলা পারভিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কানাডার আহবায়ক কবি ও নাট্যকার সহিদ রাহমান।
বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সভাপতি বিমলেন্দু মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদদ হেসেন কৈশোর, সোনাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রদীপ নারায়ন সাহা, সাংবাদিক মেজবাহ উল হক মিঠু। স্বাগত বক্তব্য প্রদান করেন টেরেন্স ডয়েছ। আলোচনা সভা শেষে আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।