সর্বশেষ

মুক্তিযোদ্ধা আবদুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুক্তিযোদ্ধা আবদুর রহমান
রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা আবদুর রহমান (৬৩) আর নেই। তিনি সোমবার রাত ২টায় ঢাকার মিরপুরের ছেলের বাসায় মস্তিস্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৫টায় তাঁর নিজ গ্রাম রাখালিয়ার নতুন মাঝি বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগ নেতা দুলাল চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ মোহাম্মদ সফি উল্লা খান, সাবেক পৌর চেয়ারম্যান রফিকুল হায়দার বাবুল পাঠান, বিএনপির নেতা হোসেন আহম্মদ বাহাদুর, ব্যবসায়ি সমিতির নেতা ইমাম হোসেন ও সমাজ সেবক মামুন বিন জাকারিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, সকল দলের রাজনীতিবিদ ও এলাকাবাসী মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.