লোকসংবাদ প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলার চর বৈখাশীতে একরাতে তিন বাড়ি ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার সহ ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। মঙ্গলবার দিবাগত রাতে উত্তর ওয়াপদা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিনের বাড়ি, সাবেক ইউপি সদস্য হাবিবউল্লাহ বাহার পলাশ ও চাঁন মিয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে ১৪-১৫ জনের একদল ডাকাত চর বৈশাখী গ্রামের চাঁন মিয়ার ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। একই কায়দায় ডাকত দল সাবেক ইউপি সদস্য হাবিব উল্লাহ বাহার পলাশ ও বিএনপি নেতা জামাল উদ্দিনের ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদেরকে জিম্মি করে। ডাকাতরা তিনটি ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।
সুধারাম থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নোয়াখালীর সদর উপজেলার চর বৈখাশীতে একরাতে তিন বাড়ি ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার সহ ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। মঙ্গলবার দিবাগত রাতে উত্তর ওয়াপদা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিনের বাড়ি, সাবেক ইউপি সদস্য হাবিবউল্লাহ বাহার পলাশ ও চাঁন মিয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে ১৪-১৫ জনের একদল ডাকাত চর বৈশাখী গ্রামের চাঁন মিয়ার ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। একই কায়দায় ডাকত দল সাবেক ইউপি সদস্য হাবিব উল্লাহ বাহার পলাশ ও বিএনপি নেতা জামাল উদ্দিনের ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদেরকে জিম্মি করে। ডাকাতরা তিনটি ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।
সুধারাম থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- আবু নাছের মঞ্জু