সর্বশেষ

নোয়াখালীতে বিনামূল্যে চক্ষু শিবির

লোকসংবাদ প্রতিনিধি :
নোয়াখালী সদর উপজেলার চরমটুয়ায় বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় কুয়েত প্রবাসী আমানত উল্যার আর্থিক সহায়তায় চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালিত এই চক্ষু শিবিরের আয়োজন করে নোয়াখালী অন্ধকল্যাণ সমিতি।
নোয়াখালী অন্ধকল্যাণ সমিতির সভাপতি মখসুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবদুস সালাম খোন্দকার, বিশেষ ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা মো. আবদুর রহমান, চরমটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী, নোয়াখালী অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক উত্তম মজুমদার, চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক মো: হাবিবুর রহমান।

চক্ষু শিবিরে দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র সহ ওষধ বিতরণ করা হয় এবং ২২৫ জন ছানী রোগীকে অপারেশনের জন্য বাছাই করে চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়।


  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.