মাস্টার পাড়ায় যুবকরা স্বেচ্ছাশ্রমে নালা নর্দমা ও সড়কে পরিচ্ছন্নতা অভিযান করেন |
নোয়াখালী জেলা শহর মাইজদীতে এলাকায় জলাবদ্ধতা নিরসনকল্পে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন যুবকরা। রোববার শহরের মাস্টার পাড়ায় একতা কমিউনিটি পুলিশিং ও সামাজিক উন্নয়ন সংগঠনের ব্যানারে স্থানীয় একদল স্বেচ্ছাশ্রমে এলাকার নালা নর্দমা ও সড়কের ঝোঁপঝাড় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রুবেলের নেতৃত্বে ৩০ জন যুবক এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
একতা কমিউনিটি পুলিশিং ও সামাজিক উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম আকবর জানান, রক্ষণাবেক্ষণের অভাবে মাস্টার পাড়ার নালা নর্দমাগুলো ভরাট হয়ে যাওয়ায় বর্ষায় ভারি বৃষ্টিপাতে জলমগ্ন হয়ে পড়ে পুরো এলাকা। অন্যদিকে ঝোঁপঝাড়ের কারণে মশামাছির উপদ্রব লেগেই থাকে। এসব বিষয়ে কারো দিকে চেয়ে না থেকে স্থানীয় যুবকরাই নিজেদের সমস্যার সমাধানে এড়িয়ে এসেছেন।
উল্লেখ্য এরআগে মাস্টার পাড়ায় একের পর এক চুরি ও ছিনতায়ের ঘটনা ঘটলেও স্থানীয় উদ্যোগে কমিউনিটি পুলিশিং ব্যবস্থার মাধ্যমে এখন আর এই সমস্যা নেই।
- আবু নাছের মঞ্জু