লোকসংবাদ প্রতিবেদন
নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ উদ্যোগে মাইজদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর আগে বিআরডিবি মিলানয়তনে জেলা মৎস্য কর্মকর্তা বিলকিস তাহমিনার সভাপতিত্বে অন্ন বস্ত্র বাসস্থান মাছ চাষে সমাধান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম বড়ুয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য হিমাগার মালিক ও সফল মাছ চাষী নিজাম উদ্দিন ফারুক, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও ইয়াহিয়া হারুন।
আলোচনা সভা শেষে সফল সফল মাছ চাষীদের মাঝে পুরস্কার বিতরণ ও জেলা প্রশাসকের কার্যালয় সংগ্লন দিঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ উদ্যোগে মাইজদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর আগে বিআরডিবি মিলানয়তনে জেলা মৎস্য কর্মকর্তা বিলকিস তাহমিনার সভাপতিত্বে অন্ন বস্ত্র বাসস্থান মাছ চাষে সমাধান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম বড়ুয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য হিমাগার মালিক ও সফল মাছ চাষী নিজাম উদ্দিন ফারুক, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও ইয়াহিয়া হারুন।
আলোচনা সভা শেষে সফল সফল মাছ চাষীদের মাঝে পুরস্কার বিতরণ ও জেলা প্রশাসকের কার্যালয় সংগ্লন দিঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
- আবু নাছের মঞ্জু