লোকসংবাদ প্রতিনিধি
ভারি বর্ষণে নোয়াখালী জেলা শহরে জলাবদ্ধতা সমস্যা দেখা দিয়েছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজ আদালত, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জন অফিস, সড়ক ও জনপদ বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও প্রেসক্লাব গুরুত্বপূর্ণ অফিস আদালতের সামনে হাটু পানি জমে আছে। তলিয়ে গেছে অধিকাংশ সড়ক। এছাড়া সরকারি আবাসিক এলাকা, গুপ্তাঙ্ক, মাস্টারপাড়া ও লক্ষীনারায়নপুরের নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
শহরের পানি নামার খালগুলো সংস্কারের অভাবে ভরাট ও অবৈধ দখলের কারণে বর্ষা এলেই জনদুর্ভোগ বাড়ে। আর পানি নেমে যাওয়ার পর সড়কগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়। তখন দুর্ভোগ আরো বাড়ে।
নোয়াখালী পৌরসভার দ্বিতীয় নগর উন্নয়ন প্রকল্পের (ইউজিআইআইপি-২) আওতায় জলাবদ্ধতা নিরসনে শহর এলকায় ২০ কোটি ৪ হাজার টাকা ব্যায়ে ৫ দশমিক ৭৮ কিলোমিটার ড্রেন নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে প্রকল্পের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।
ভারি বর্ষণে নোয়াখালী জেলা শহরে জলাবদ্ধতা সমস্যা দেখা দিয়েছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজ আদালত, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জন অফিস, সড়ক ও জনপদ বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও প্রেসক্লাব গুরুত্বপূর্ণ অফিস আদালতের সামনে হাটু পানি জমে আছে। তলিয়ে গেছে অধিকাংশ সড়ক। এছাড়া সরকারি আবাসিক এলাকা, গুপ্তাঙ্ক, মাস্টারপাড়া ও লক্ষীনারায়নপুরের নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
শহরের পানি নামার খালগুলো সংস্কারের অভাবে ভরাট ও অবৈধ দখলের কারণে বর্ষা এলেই জনদুর্ভোগ বাড়ে। আর পানি নেমে যাওয়ার পর সড়কগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়। তখন দুর্ভোগ আরো বাড়ে।
নোয়াখালী পৌরসভার দ্বিতীয় নগর উন্নয়ন প্রকল্পের (ইউজিআইআইপি-২) আওতায় জলাবদ্ধতা নিরসনে শহর এলকায় ২০ কোটি ৪ হাজার টাকা ব্যায়ে ৫ দশমিক ৭৮ কিলোমিটার ড্রেন নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে প্রকল্পের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।
- আবু নাছের মঞ্জু