লোকসংবাদ প্রতিবেদন:
নোয়াখালীর সুধারাম থানা কম্পাউন্ডের পুকুরের পানিতে ডুবে পাঁচ বছরের জমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সাবিয়া ও মুনিয়া পুলিশ কনষ্টেবল মোহাম্মদ জাকারিয়ার কন্যা।
সুধারাম থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, দুপুরে পুলিশ কনষ্টেবল জাকারিয়া থানায় কর্তব্যরত ছিলেন। স্ত্রী ঘরে রান্না করছিলেন। এ সময় সকলের অগচরে সাবিয়া ও মুনিয়া থানা সংল্গন পুকুরের পুনিতে ডুবে যরা যায়। পরে খাবারের জন্য খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের তাদের মরদেহ দেখে উদ্ধার করা হয়। কনষ্টেবল জাকারিয়ার বাড়ি ব্রাক্ষনবাড়িয়ার সরাইলে। জমজ দুই বোনের মৃত্যুর খবরে থানা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নোয়াখালীর সুধারাম থানা কম্পাউন্ডের পুকুরের পানিতে ডুবে পাঁচ বছরের জমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সাবিয়া ও মুনিয়া পুলিশ কনষ্টেবল মোহাম্মদ জাকারিয়ার কন্যা।
সুধারাম থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, দুপুরে পুলিশ কনষ্টেবল জাকারিয়া থানায় কর্তব্যরত ছিলেন। স্ত্রী ঘরে রান্না করছিলেন। এ সময় সকলের অগচরে সাবিয়া ও মুনিয়া থানা সংল্গন পুকুরের পুনিতে ডুবে যরা যায়। পরে খাবারের জন্য খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের তাদের মরদেহ দেখে উদ্ধার করা হয়। কনষ্টেবল জাকারিয়ার বাড়ি ব্রাক্ষনবাড়িয়ার সরাইলে। জমজ দুই বোনের মৃত্যুর খবরে থানা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
- আবু নাছের মঞ্জু