সর্বশেষ

নোয়াখালীর হাতিয়ায় গণপিটুনীর শিকার ১৩ জলদস্যু, ৭ জনের চোখ উৎপাটন, অস্ত্র উদ্ধার

লোকসংবাদ প্রতিবেদন
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের দক্ষিনে সাগরে বৃহস্পতিবার কিকেলে নৌ ডাকাতির সময় গণপিটুনীর শিকার হয়েছে ১৩ জলসদস্যু। এ সময় দস্যুদের সাত জনের চোখ উৎপাটন করে জেলেরা। খবর পেয়ে পুলিশ আহত জলদস্যুদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরা হলেন-মো. আজগর(৩২), দেলোয়া হোসেন(২৮), মো. এসহাক(২৮), রফিক(২৭), সফি আলম(২০), আবদুল মালেক(২২), মো. কালু(২১), মো. শাহজাহান(২৬), মো. সাদেক(২২), নূর হোসেন(১৮), মো. হাসান(১২), জয়নাল(১৫) ও আবদুল আজিজ(২০)।
এ সময় জলদস্যুদের কাছ থেকে একটি একনলা বন্দুক সহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জলদস্যুরা সবাই চট্রগ্রামের বাশঁখালি উপজেলা বাসিন্দা।

হাতিয়া থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি জানান, নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরে ফিরে আসার সময় জলদস্যুরা জেলেদের কয়েকটি ট্রলারে হানা দিয়ে মাছ ও টাকা ও মালামাল লুট করে। এ সময় আশপাশের জেলেরা সংগঠিত হয়ে জলদস্যুদের ঘিরে ফেলে। এক পর্যায়ে জলদস্যুদের লগি বৈঠা দিয়ে  মাঝ নদীতে ফেলে দেয় জেলেরা।  এরপর দস্যুরা সাঁতরে কূলে উঠলে উত্তেজিত জেলেরা সাত জনের চোখ উপড়ে ফেলে।


  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.