সর্বশেষ

নোয়াখালীতে শিশুসাংবাদিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত

লোকসংবাদ প্রতিনিধি
শিশু-কিশোরদের মত ও চিন্তার বিকাশে বিশ্বের প্রথম বাংলা শিশুসাংবাদিকতার সাইট হ্যালো’র শিশু সাংবাদিকদের বাছাই পরীক্ষা শুক্রবার নোয়াখালী জিলাস্কুলে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলা এই পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ২৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা হলে পরিদর্শক হিসেবে নোয়াখালী জিলা স্কুল ও নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু জানান, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন শিশুসাংবাদিকদের দুইদিন ব্যাপী প্রশিক্ষন আগামি ২৭ ও ২৮ আগষ্ট নোয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী সকলকে নিয়ে আগামি ২৯ আগষ্ট শুক্রবার বিকেল চারটায় নোয়াখালী পৌর হলে শিশু-কিশোর উৎসব অনুষ্ঠিত হবে। এ সময় সকাল অংশগ্রহণকারীদেরকে দেয়া হবে শিশুসাংবাদিক স্মারক।


  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.