সর্বশেষ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২১ ও ২২ নভেম্বর

লোকসংবাদ প্রতিবেদন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ২১ ও ২২ নভেম্বর ২০১৪ অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক প্রফেসর মো. মমিনুল হক স্বক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) এবং মোবাইল ০১৭৬৫৫৯২৬৫৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিভাগসমূহ হলো: ১. কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ২. ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, ৩. ফার্মেসী, ৪. এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ৫. মাইক্রোবায়োলজী, ৬. এপ্লায়েড ম্যাথমেটিক্স, ৭. ইংরেজী, ৮. ফুড টেকনোলজী এন্ড নিউট্রিশন সায়েন্স, ৯. এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড হ্যাজার্ড স্টাডিজ, ১০. বিজনেস এড্মিনিস্ট্রেশন, ১১. ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, ১২. ইকনোমিক্স এন্ড পোভার্টি স্টাডিজ, ১৩. বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ১৪. কোস্টাল এগ্রিকালচার।


  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.