সর্বশেষ

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মালেক উকিলের নামে নোয়াখালী মেডিকেল কলেজের নামকরণ

লোকসংবাদ প্রতিবেদন:
নোয়াখালী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মালেক উকিলের নামে নামকরণ করা হয়েছে। কলেজটির বর্তমান নাম ‘আব্দুুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী’ করা হয়েছে। ২০০৮ সালের ১৩ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে নোয়াখালী মেডিকেল কলেজ নামে অনুমোদন পায়। গত ৮ জুলাই রাষ্টপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা শাখা-১-এর সিনিয়র সহকারী সচিব মাহফুজা আকতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ মো. আব্দুছ সালাম জানান, নোয়াখালী মেডিকেল কলেজটির নাম পরিবর্তনে ৮ জুলাই প্রজ্ঞাপন জারি হলেও সোমবার এর কপি হাতে পান তারা।

এর আগে ২০০৮ সালের ১৩ নভেম্বর এক প্রজ্ঞাপনে নোয়াখালী মেডিকেল কলেজের প্রশাসনিক কার্যাবলী পরিচালনার অনুমোদন পায়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ওই বছরই ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নোয়াখালী মেডিকেল কলেজের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। ওই বছরই মেডিকেল কলেজের শিক্ষাথী ভর্তি কার্যক্রম শুরু হয়। গত বছরের ফেব্র“য়ারি মাসে বেগমগঞ্জ উপজেলার চৌমুহানী চৌরাস্তা এলাকার মূল ক্যাম্পাসে কলেজটির একাডেমিক সকল কার্যক্রম স্থানান্তর করা  হয়। ইতিমধ্যে কলেজটিতে ছয়টি ব্যাচে ৪৮০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।


  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.