লোকসংবাদ প্রতিবেদন
পুর্ণিমার প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বেড়িবাঁধ ভেঙ্গে পাঁচ ইউনিয়নের ছয়গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় রাস্তাঘাট, বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় জন দুর্ভোগ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, ছোট ফেনী নদী ও বামনী নদীতে মঙ্গলবার স্বাভাবিকের চেয়ে পাঁচফুট উচ্চতায় জোয়ারে পানি প্রবাহিত হয়। এতে করে চরফকিরা ইউনিয়নের চরকচ্ছপিয়া গ্রাম, দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম, মুছাপুর ইউনিয়নের জেলেপাড়া গ্রাম, চরহাজারি ইউনিয়নের মাছুয়াদোনা গ্রাম, চরপার্বতী ইউনিয়নের কদমতলা গ্রাম ও চরএলাহি ইউনিয়নের চরনেংটা গ্রাম প্লাবিত হয়। চরপার্বতী এস সি উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ জোয়ারের পানি ঢুকে পড়ায় মঙ্গলবার শিক্ষার্থীরা ক্লাস করতে পারেনি।
উপজেলা রেড়ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার মোহাম্মদ ইলিয়াছ জানান, বামনী নদীতে স্রোতের তিব্রতায় চরপার্বতী, চরহাজারী, চরফকিরা, চরএলাহি ও মুছাপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এসব এলাকার ৪/৫ শ পরিবার নিঃশ্ব হয়ে গেছে।
পুর্ণিমার প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বেড়িবাঁধ ভেঙ্গে পাঁচ ইউনিয়নের ছয়গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় রাস্তাঘাট, বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় জন দুর্ভোগ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, ছোট ফেনী নদী ও বামনী নদীতে মঙ্গলবার স্বাভাবিকের চেয়ে পাঁচফুট উচ্চতায় জোয়ারে পানি প্রবাহিত হয়। এতে করে চরফকিরা ইউনিয়নের চরকচ্ছপিয়া গ্রাম, দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম, মুছাপুর ইউনিয়নের জেলেপাড়া গ্রাম, চরহাজারি ইউনিয়নের মাছুয়াদোনা গ্রাম, চরপার্বতী ইউনিয়নের কদমতলা গ্রাম ও চরএলাহি ইউনিয়নের চরনেংটা গ্রাম প্লাবিত হয়। চরপার্বতী এস সি উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ জোয়ারের পানি ঢুকে পড়ায় মঙ্গলবার শিক্ষার্থীরা ক্লাস করতে পারেনি।
উপজেলা রেড়ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার মোহাম্মদ ইলিয়াছ জানান, বামনী নদীতে স্রোতের তিব্রতায় চরপার্বতী, চরহাজারী, চরফকিরা, চরএলাহি ও মুছাপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এসব এলাকার ৪/৫ শ পরিবার নিঃশ্ব হয়ে গেছে।
- আবু নাছের মঞ্জু