সর্বশেষ

নোয়াখালী সরকারি কলেজ কুমিল্লা বোর্ডে ২০তম

লোকসংবাদ প্রতিবেদন
এইচএসসি ফলাফলে নোয়াখালী সরকারি কলেজ কুমিল্লা বোর্ডে ২০তম স্থান লাভ করেছে। কলেজটি থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন শিক্ষার্থী। পাশের হার ৭৯.৯৪ ভাগ।
জানা গেছে, নোয়াখালী সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় সর্বমোট ১ হাজার ৩৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন। সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান শাখায় ৫৯ জন। এ ছাড়া ব্যবসা শিক্ষা শাখায় ১১ জন ও মানবিকে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 
নোয়াখালী সরকারি মাহিলা কলেজ থেকে ১ হাজার ২৬৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ৯৪৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ জন। গড় পাশের হার শতকরা ৭৪.৭০ ভাগ। এ ছাড়া জেলার অন্যতম বিদ্যপীঠ হিসেবে পরিচিত বেগমগঞ্জের চৌমুহনী সরকারি এস এ কলেজ থেকে ১ হাজার ৬০৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ১ হাজার ২৬৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। গড় পাশের হার ৭৮.৬৬ ভাগ।
#

  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.