সর্বশেষ

চৌমুহনীর ঐতিহ্যবাহী দুই শিক্ষা প্রতিষ্ঠান এন এ চৌধুরী ট্যালেন্টস প্রিপারেটরী ও চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনীর  ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এন এ চৌধুরী ট্যালেন্টস প্রিপারেটরি ও চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে  বেগমগঞ্জ স্টেডিয়ামে মশাল প্রজ্জ্বলনের মধ্যদিয়ে  প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকতা ও উপজেলা  ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নাহিদা হাবিবা।

বিদ্যালয় পরিচালক ও সময় টিভির জেলা প্রতিনিধি সাইফুল্যাহ কামরুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব আবুল খায়ের, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান মোল্লা, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, জেলা ক্রিড়া সংস্থার কোশাধ্যক্ষ অধ্যাপক নিজাম উদ্দিন পিন্টু, নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রুদ্র মাসুদ, অন্যদের মধ্যে উপস্থিতছিলেন বেগমগঞ্জ কালচারাল একাডেমির অধ্যক্ষ বজন্দ্র মজুমদার হারু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সিরাজ উদ্দিন শাহিন, এন এ চৌধুরি ট্যালেন্টস প্রিপারেটরি প্রধান শিক্ষক কাজী আনোয়ারুল মামুন, চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমির  ভারপাপ্ত প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ দাস, দৈনিক ইত্তেফাক চৌমুহানী প্রতিনিধি হরলাল ভৌমিক,  যমুনা টিভির জেলা প্রতিনিধি মোতাসিম বিল্লা সবুজ, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি তাজুল ইসলাম মানিক,  সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেল প্রমূখ।

প্রতিটি বিদ্যালয়ে ৫৮টি  করে ১১৬টি ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার মধ্যে উল্লেখ যোগ্য ছিল, বিস্কুট দৌড়, টমেটো দৌড়, আলু দৌড়, অংক দৌড়, বৃত্তের রাজা, ফুল কুড়ানো, ১শ মিটার দৌড়, ১শ ৫০ মিটার, মিউজিক্যাল চেয়ার, চকলেটের সন্ধ্যানে, ফিলু প্যাস, বেলুন নিয়ে আত্মরক্ষা, ঝুড়িতে বল নিক্ষেপ, বিদ্যালয়ের শিক্ষকদের ভাগ্য পরীক্ষা, মিউজিক্যাল চেয়ার, অভিভাবকদের বল নিক্ষেপ ও ফিলু প্যাস।

শেষ পর্যায়ে যেমন খুশি সাঁজো শিক্ষার্থীরা চলমান রাজনৈতিক পেট্রোল বোমা নিক্ষেপে আহত ও নিহতদের বেশ, সাপুড়ে, ডাক্তার, বাংলার বধূ, যুদ্ধে সন্তান হারা মা, বিয়ের ঘটক, রাষ্ট্রভাষা বাংলা চাই, মুক্তিযুদ্ধের ছবি, শ্রী কৃষ্ণ, লাল পরী, জঙ্গল রানী, মুক্তিযুদ্ধের ভাস্কর্যসহ প্রায় ৫০টি সাঁজে সজ্জিত হয়ে প্রতিযোগিতার অংশ গ্রহণ করে। এসময় উপস্থিত বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা, শিক্ষক, অভিভাবক ও উপস্থিত দর্শকদের আনন্দ দেয়।
  • মুজাহিদুল ইসলাম সোহেল

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.