নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ভূমি অফিসে বুধবার ভোরে অগ্নিকান্ডে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ বেশকিছু নথিপত্র ও মূল্যবান আসবাবপত্র। অগ্নিকান্ডের ঘটনাটি নাশকতা না দুর্ঘটনা তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বেগমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মোহাম্মদ রিজাউল করিম ভোর সাড়ে পাঁচটার দিকে চৌমুহনী-ফেনী সড়কের গোলাবাড়িয়া এলাকায় অবস্থিত উপজেলা ভূমি অফিসে অগ্নিকান্ডের খবর পান তারা। তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা সহ ঘটনাস্থল যান যান তিনি। মুহুর্তের মধ্যে আগুনে অফিসে রক্ষিত গুরুত্বপূর্ণ বেশকিছু নথিপত্র, একটি কম্পিউটার ও তিনিটি আলমিরাসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
অফিসের একটি জানালার কাচ ভাঙ্গা থাকায় বাইরে থেকে কেউ আগুন দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দমকল বহিনী এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। নাশকতা নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানান তিনি।
বেগমগঞ্জ থানার ওসি আইনুল হক জানান, নাশকতা পরিকল্পনার অংশ হিসেবে ভূমি অফিসের ভাঙ্গা জানালা দিয়ে আগুণ দেয়া হয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
- আবু নাছের মঞ্জু