নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ছমিরহাট-খাসেরহাট সড়কে শুক্রবার সকালে এসএসসি পরীক্ষার্থীবাহী অটোরিকশা খাদে পড়ে চালক নিহত ও চার পরীক্ষার্থী আহত হয়। আহত পরীক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
নিহত মো. রিপন (২২) পূর্ব চরবাটা গ্রামের আবু সুফিয়ানের ছেলে। আহতরা হলেন-রামগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বিবি আয়েশা (১৪), শাহিনা আক্তার (১৩), বিবি কুলসুম (১৫) ও জাহিদা আক্তার (১৪)।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল কবির জানান, সকাল পৌনে নয়টার দিকে ব্যাটিরি চালিত একটি অটোরিকশায় চড়ে রামগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের চার পরীক্ষার্থী খাসেরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল। পথিমধ্যে ছমিরহাট-খাসেরহাট সড়কের বুশমার্কেট এলাকায় বিপরীত দিক থেকে আসা আসক্রিমবাহী একটি ভ্যানকে জায়গা দিতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালের পড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক নিহত ও অটোতে থাকা চার পরীক্ষার্থী আহত হয়।
আহত পরীক্ষার্থীরা স্থানীয় লোকজনের সহায়তায় প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
নিহত মো. রিপন (২২) পূর্ব চরবাটা গ্রামের আবু সুফিয়ানের ছেলে। আহতরা হলেন-রামগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বিবি আয়েশা (১৪), শাহিনা আক্তার (১৩), বিবি কুলসুম (১৫) ও জাহিদা আক্তার (১৪)।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল কবির জানান, সকাল পৌনে নয়টার দিকে ব্যাটিরি চালিত একটি অটোরিকশায় চড়ে রামগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের চার পরীক্ষার্থী খাসেরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল। পথিমধ্যে ছমিরহাট-খাসেরহাট সড়কের বুশমার্কেট এলাকায় বিপরীত দিক থেকে আসা আসক্রিমবাহী একটি ভ্যানকে জায়গা দিতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালের পড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক নিহত ও অটোতে থাকা চার পরীক্ষার্থী আহত হয়।
আহত পরীক্ষার্থীরা স্থানীয় লোকজনের সহায়তায় প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
- আবু নাছের মঞ্জু