সর্বশেষ

সহিংসতার কাছে শেখ হাসিনার সরকার নতিস্বীকার করবে না/ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকার সহিংসতার কাছে, পেট্রল বোমার কাছে নতিস্বীকার করবে না। সহিংসতা চালিয়ে আর প্রেট্টল বোমা মেরে সরকারকে সংলাপে বাধ্য করা যাবে না।

তিনি বলেন- বিএনজি-জামায়াত জোট জনগণকে তাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে না পেয়ে এখন চোরগোপ্তা বোমা হামলার আশ্রয় নিয়েছে। সিরিয়া, ইরাক, আফগানিস্থানে এই ধরণের কর্মকান্ড হচ্ছে। সেখানে জঙ্গি সন্ত্রাসীদের সাথে কোন সংলাপ হয়নি। বাংলাদেশেও জঙ্গি সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ না হলে কোন সংলাপ হবে না। বিএনপিকে উদ্দেশে করে তিনি বলেন, যদি সংলাপ চান, সহিংসতা ছেড়ে আসুন।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর এই সদস্য বলেন- ১৫ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎতের ওপর বোমা মারছেন। দলীয় নেতাকর্শীদেও উদ্দেশ্যে ওবায়দুল কাদেও বলেন-ঘৃণার আগুন দিয়ে সহিংসতার আগুন নিভাতে হবে।

মন্ত্রী শনিবার দুপুরে নোয়াখালীর কবিরহাট পৌর কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত একুশের আলোচনা সভায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুনানাহার শিউলী, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান।
  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.