নিহত মহি উদ্দিনের ভাতিজা মো. ইউসুফ জানান- মহি উদ্দিনের পরিবারের সাথে জমি নিয়ে একই বাড়ির মিলন, পলাশ, মোহাম্মদ আলী ও মনাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার সকালে বিরোধী জায়গায় বিল্ডিংয়ের কাজ করছিল মিলনরা। এ সময় মহি উদ্দিন তাঁদের বাঁধা দিলে প্রতিপক্ষরা তাঁকে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় মহি উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে আনা হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইনুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
- আবু নাছের মঞ্জু