সর্বশেষ

বেগমগঞ্জে ভ্রাম্যমান আদালতে চার শিক্ষকের দুই বছরের সাজা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রের পাশে প্রশ্নপত্র সহ আটক চার শিক্ষককে দুই বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দা নাহিদা হাবিবা এই সাজা দেন।

সাজাপ্রাপ্ত শিক্ষকরা হলেন-আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো: রাশেদ, আমানুল্যাহপুর ইউনিয়নের জনকল্যান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলাল, সুমন সাহা ও একই ইউনিয়নের একেজি ছায়দুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিম উল্যাহ।

এইউএনও সৈয়দা নাহিদা হাবিবা জানান, সাজা প্রাপ্ত শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রের বাইরে একত্রিত হয়ে উত্তরপত্র তৈরী করছিলেন। এ সময় প্রশ্নপত্র ও গাইডবই সহ তাদের আটক করা হয়। পরে তাদেরকে পাবলিক পরীক্ষা আইনের ৯(ক) ধারা মোতাবেক দুই বছর করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.