লোকসংবাদ প্রতিবেদন
স্বাধীনতার চেতনায় 'আলোকচিত্রে মুক্তি' শ্লোগান নিয়ে জেলা শহরের বিআরডিবি মিলনায়তনে আয়না বাংলা ফটোগ্রাফার্স গ্রুপ আয়োজিত তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শেষ হয়েছে। প্রদর্শনীতে দেশের ৭১ জন আলোকচিত্রীর প্রকৃতি, জীববৈচিত্র, মানবাধিকার, জীবনাচার, স্বাধীনতা বিষয়ক ৭১টি ছবি স্থান পায়।
সোমবার সন্ধ্যায় সমাজসেবক সামসুদ্দিন জেহানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান। সাংবাদিক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুুপার (হেড কোয়ার্টার) জসিম উদ্দিন চৌধুরী, নোয়াখালী প্রেসক্লাব সভাপতি আলমগীর ইউসুফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রুদ্র, বন্ধনের পরিচালক আমিনুজ্জামান মিলন, প্রানের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ ও আয়না বাংলার সমন্বয়ক সজীব সৌরভ চন্দ।
পরে প্রদর্শনীতে অংশগ্রহণকারী আলোকচিত্রীদের মাঝে ফ্রেম ও সনদ বিতরণ করা হয়।