সর্বশেষ

নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লোকসংবাদ প্রতিবেদন
নোয়াখালী সরকারি মহিলা কলেজে মঙ্গলবার জেলা পুলিশের আয়োজনে ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক কমিউনিটি পুলিশিং বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ইকরামুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান, নোয়াখালী সরকারি মহিলা কলেজের উপধ্যক্ষ হারুনুর রশিদ, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নিষ্কৃতি চাকমা, সহকারী পুলিশ সুপার (হের্ড কোয়ার্টার) জসিম উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী(ইন সার্ভিস, নোয়াখালী ট্রেনিং সেন্টার)। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবির ও সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তাগণ কমিউনিটি পুলিশিংয়ের উপর আলোচনা করেন এবং ইভটিজিং, মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক অভিভাবকসহ সকলকে ঐকবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহবান জানান। এর আগে ইভটিজিয়ের বিরুদ্ধে সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। মতবিনিময় সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে মুহম্মদ জাফর ইকবালের লেখা মুক্তিযুদ্ধের ইাতহাস গ্রস্থটি বিতরণ করা হয়।

  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.